bangla.AI কি ? এবং কেন ...

‘Bangla.AI’ তে! আমরা এখানে আড্ডা দিবো Machine Learning, Data Science, DevOps, Java, Spring সহ আরও অনেক মজার এবং চ্যালেঞ্জিং টপিক নিয়ে। আর সবকিছুই হবে আমাদের প্রিয় মাতৃভাষায়!

bangla.AI কি ? এবং কেন ...

আমাদের উদ্দেশ্য একটাই — জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা, যাতে আর কোনো কিছুই কঠিন মনে না হয়। আশা করি, এই যাত্রায় আমাদের সাথে আপনি নতুন কিছু শিখবেন, নিজের দক্ষতা বাড়াবেন এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন ভাবে চিন্তা করতে শিখবেন।

আসুন, আমরা একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই…

আমি মেফতাউল — একজন Full Stack Software Developer এবং Data Science enthusiast। প্রায় ১০ বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বর্তমানে Millennium Information Solution Ltd. এ Principal Software Engineer (Data Scientist) হিসেবে কাজ করছি। পাশাপাশি, Academy of Business Professionals এ Data Science কোর্সে ইন্সট্রাক্টর হিসেবে শিক্ষাদানের মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি।

ধন্যবাদ,
bangla.AI টিম